logo ২০ এপ্রিল ২০২৫
বাফুফে ডাকলে ভেবে দেখব : বিপ্লব
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
০২ নভেম্বর, ২০১৩ ২০:৫০:১২
image


ঢাকা : সবাইকে অবাক করে হঠাৎ করেই জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। গতকাল অনেকটা অভিমানের সুরে জানিয়েছেন, চলতি বছরেই তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়াবেন। বিপ্লবের অবসর ভাবনা নিয়ে ফুটবল অঙ্গনে চলছে নানা আলোচনা। সবার একটাই প্রশ্ন- ফর্ম থাকতেও কেন সরে যাচ্ছেন বিপ্লব?

 

আজ শনিবার ঢাকা টাইমসের ক্রীড়া প্রতিবেদক অমৃত মলঙ্গীর সঙ্গে মুঠোফোনে নিজের অবসর ভাবনার নানাদিক নিয়ে কথা বলেছেন বিপ্লব ভট্টাচার্য।

 

ঢাকা টাইমস:  সম্প্রতি সময়ে ভালো খেলা সত্ত্বেও কেন আপনি জাতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন?

 

বিপ্লব ভট্টাচার্য : সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা আমার নিজেরই। সাইড লাইনে বসে থাকতে মন চায় না। সরে দাঁড়ানোটাই তাই ভাল মনে হল।

 

ঢাকা টাইমস : আপনি কি পরিবার কে সময় দেওয়ার জন্য অবসর নিচ্ছেন?

 

বিপ্লব : দেখুন, পরিবারকে সময় আমি এমনিও দেই। এখানে পরিবার কে সময় দেওয়ার ব্যাপারটা প্রাধান্য পাচ্ছে না?

 

ঢাকা টাইমস : তাহলে কারণটা-

 

বিপ্লব :
অনেক ব্যাপার আছে। সব কিছু বলতে চাই না।

 

ঢাকা টাইমস : সাফ ফুটবলে সাইড লাইনে বসে থাকলেন। দলে আপনার অভাব স্পষ্ট দেখা গেছে...

 

বিপ্লব : এ ব্যাপারটি নিয়ে কিছু বলার নেই। কোচ আমাকে প্রয়োজন মনে করেননি, তাই মাঠে রাখেননি। তাছাড়া আমি কোচকে সম্মান করি। উনি যা ভালো মনে করেছেন তাই করেছেন।

 

ঢাকা টাইমস : কোন মাসের দিকে আপনার পক্ষ থেকে অবসরের ঘোষণা আসতে পারে?

 

বিপ্লব : যে কোনো সময়। দিন তারিখ এখনো ঠিক করিনি। তবে এটা নির্ভর করছে বাফুফের ওপর। তারা যেদিন আমাকে অবসর নেওয়ার সুযোগ করে দিবেন, সেদিন আমি মাঠ থেকে অবসর নেব। আমি সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই।

 

ঢাকা টাইমস : বাফুফে যদি আপনাকে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করতে বলে, তাহলে-

 

বিপ্লব : বাফুফে ডাকলে ব্যাপারটা ভেবে দেখব।

 

ঢাকা টাইমস : তার মানে আপনি বলতে চাইছেন বাফুফে খেলা চালিয়ে যাওয়ার প্রস্তাব দিলে আপনি খেলা চালিয়ে যাবেন।

 

বিপ্লব: দেখুন এটা বাফুফের ব্যাপার। তবে তারা যদি পরিবেশ তৈরি করে দেয়, তাহলে চিন্তা করা যেতে পারে। তাছাড়া আমি খেলা ছাড়ার পরেও ফুটবল নিয়ে থাকতে চাই। ফেডারেশন চাইলে দেশের ফুটবলকে কিছু দিতে চাই।

 

ঢাকা টাইমস : ভবিষ্যতে আপনি কি কোচিং এ আসতে চাচ্ছেন?

 

বিপ্লব: হ্যাঁ।  ইচ্ছা আছে বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসে দেশের গোলরক্ষকদের জন্য কিছু করার। আমার ১৭ বছরের অভিজ্ঞতা আমি দেশকেই দিতে চাই।

 

 

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এএম/১০.০২ঘ)