ঢাকা: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। ফলে সে দেশের হাতি অন্য দেশের তুলনায় একটু পৃথক হবে খুবই স্বাভাবিক। থাইল্যান্ড সাদা হাতির দেশ হলেও সেখানে বিভিন্ন ধরনের হাতি পাওয়া যায়।
আমরা হাতির আকার আকৃতি এবং তার শক্তি সম্পর্কে জানলেও হাতি শুঁড় দিয়ে মানুষের মত বাদ্য বাজাতে পারে এমন খবর হয়তো খুব কমই শুনেছেন!
বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে হাতি মানুষের মত বাদ্য বাজিয়ে মানুষকে আনন্দ দিয়ে থাকে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকেই হাতির মালিক তার হাতিকে বাদ্য বাজনো শিখিয়ে দেন। পরে তার নির্দেশক্রমেই হাতি মানুষের মত বিভিন্ন সুরে বাদ্য বাজাতে পারে।
তবে থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতে এরকম একটি দল রয়েছে যারা হাতির দলকে বাদ্য বাজানো শেখায়। পরে তারা বিভিন্ন অনুষ্ঠানে এসব হাতি দিয়ে বাদ্য বাজিয়ে মানুষকে আনন্দ দিয়ে থাকেন।
তবে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে হাতি আবার বাদ্য বাজায় কেমন করে? অনেকগুলো হাতির সামনে তার মালিকেরা অনেকগুলো বাদ্য সাজিয়ে রাখেন। পরে তারা বিভিন্ন ধরনের নির্দেশনা দেন।
এ নির্দেশনা অনুযায়ী হাতি তার শুঁড় দিয়ে বিভিন্ন সুরে বাদ্য বাজাতে থাকে। তবে একই সময়ে একটি হাতি ৩ টি ঢোল বাজাতে পারে।
(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/এসইউএল/জেডএ)