logo ০৫ জুলাই ২০২৫
এভারেস্ট জয়, লাইকার পর এবার রুপি
ঢাকাটাইমস ডেস্ক
১৩ নভেম্বর, ২০১৩ ২২:৪২:৫৮
image


ঢাকা: পৃথিবীতে এই প্রথম এভারেস্ট জয় করলো কুকুর। তবে এভারেস্ট চূড়ায় উঠতে না পারলেও পাঁচ হাজার ৩৬৪ মিটার বা ১৭ হাজার ৫৯৮ ফুট শীর্ষে বেস ক্যাম্প সে উঠতে সক্ষম হয়েছে। কুকুরটির মালিক বুধবার সংবাদ মাধ্যমকে এই  চাঞ্চল্যকর খবরটি দেন। কুকুরটির নাম রুপি , বয়স ১১ মাস।

কুকুরটির মালিকের নাম দক্ষিণ আফ্রিকার নাগরিক জোয়ানি লেফসন। তিনি একজন পেশাদার গলফার ছিলেন, বর্তমানে অবসরে রয়েছেন। কুকুরের এভারেস্ট বিজয় নিয়ে ডেইলি মেইল বুধবার একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে। আর রুপির এই শেষ বেস ক্যাম্প পর্যন্ত ওঠাকেই কুকুরের প্রথম এভারেস্ট জয় বলে মঙ্গলবার সংবাদের শিরোনাম করেছে টাইম অনলাইন।

এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ, ভুলে গেলে চলবে না যে, মানুষেরও আগে মহাশূন্যে গিয়েছিল ‘লাইকা’ নামের একটি কুকুর।

প্রতিবেদনে বলা হয়, রুপি নামের কুকুরটির মালিক দক্ষিণ আফ্রিকার সাবেক গলফ খেলোয়াড় জোয়ান লেফসন। তিনি একদিন ভারতের একটি আবর্জনার স্তুপে অসুস্থ অবস্থায় কুকুরটিকে পান। পরে তিনি  সেটিকে বাড়ি নিয়ে যত্নে লালনপালন করতে থাকেন।