logo ১৬ মে ২০২৫
ভারতীয় অনুষ্ঠান প্রচার: পাকিস্তানে ১০ টিভি চ্যানেলকে জরিমানা
ঢাকাটাইমস ডেস্ক
১৯ নভেম্বর, ২০১৩ ০৯:২৩:২৭
image

ঢাকা: ভারতীয় বিনোদনমূলক অনুষ্ঠান বেশিমাত্রায় প্রচার করায় বিখ্যাত জিও টিভিসহ পাকিস্তানের ১০টি টেলিভিশন চ্যানেলকে জরিমানা করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। চ্যালেগুলোর বিরুদ্ধে বিদেশি বিনোদন বেশিমাত্রায় দেখানোর অভিযোগও তোলা হয়েছে।


শাস্তি হিসেবে চ্যানেলগুলোকে এক কোটি রুপি জরিমান করা হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) জানিয়েছে, নির্ধারিত সীমা ছাড়িয়ে ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল অতিরিক্ত ভারতীয় অনুষ্ঠান প্রচার করেছে। তাই নীতিমালা লঙ্ঘনের দায়ে চলতি বছর এই চ্যানেলগুলোর প্রত্যেকটিকে ১০ লাখ করে মোট এক কোটি রুপি জরিমানা করা হয়েছে।


চ্যানেলগুলো হলো—জিয়ো টিভি (বিনোদন), এক্সপ্রেস এন্টারটেইনমেন্ট, হাম টিভি, অক্সিজেন টিভি, কোহিনূর এন্টারটেইনমেন্ট, টিভি ওয়ান, এনটিভি এন্টারটেইনমেন্ট, জিএসএম এন্টারটেইনমেন্ট এবং জালওয়া এন্টারটেইনমেন্ট।


এ ছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে চ্যানেলগুলোর শীর্ষ ব্যবস্থাপকদের সতর্ক করে চিঠিও জারি করেছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।


নিয়ম অনুসারের পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সর্বোচ্চ ১০ শতাংশ বিদেশি অনুষ্ঠান প্রচার করতে পারবে। এর মধ্যে আবার ৬০ শতাংশ ভারতীয় ও অন্য অনুষ্ঠান এবং বাকি ৪০ শতাংশ ইংরেজি অনুষ্ঠান প্রচার করতে পারবে।


(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এএসএ)