গ্রিসের সরকারি ব্রডকাস্টার সদরদপ্তর ঘিরে রেখেছে পুলিশ
ঢাকাটাইমস ডেস্ক
০৭ নভেম্বর, ২০১৩ ১৫:৪৬:০০

ঢাকা: গ্রিসের দাঙ্গা পুলিশ বৃহস্পতিবার ভোরে এথেন্সের উত্তরাঞ্চলীয় একটি শহরতলীতে অবস্থিত সাবেক সরকারি ব্রডকাস্টার ইআরটি’র সদরদপ্তরের সবগুলো প্রবেশপথে অবস্থান নিয়েছে। সেখান থেকে সকল বিক্ষোভকারীকে বের করে দেয়া হয়েছে।
ইআরটি কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি নিকোস তিম্বিদাস এএফপিকে নিশ্চিত করেছেন যে পুলিশ ভবনটির সবকটি কক্ষে ঢুকে প্রায় ২০০ জন বিক্ষোভকারীকে সেখান থেকে হটিয়ে দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে। বিক্ষুব্ধ কর্মীরা ভবনটির প্রাঙ্গণের বাইরে বিক্ষোভ করছে।
রাষ্ট্র পরিচালিত এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, পুলিশ সাংবাদিক প্যানাগিয়োতিস কালফাগিয়ানিসসহ ইআরটি’র অপর তিন সাবেক কর্মীকে আটক করেছে।
সরকার ১১ জুন ইআরটি-কে বন্ধ করে দেয়ার পর থেকে প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ কর্মীরা ভবনটি দখল করে রাখে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটির প্রায় ২ হাজার ৬০০ লোক বেকার হয়ে পড়েছে।
ইআরটি’র পেছনে বছরে ৩০ কোটি ইউরো (৪৬ কোটি মার্কিন ডলার) ব্যয় হয় বলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার ফলে আন্তর্জাতিক অঙ্গণে শোরগোল পড়ে যায় এবং ঘটনাটিকে কেন্দ্র করে রক্ষণশীল প্রধানমন্ত্রী অ্যান্টনিস সামারাসের জোট সরকারের এক মিত্র দলত্যাগ করায় সরকার পতনের উপক্রম হয়।
অ্যান্টোনিস সামারাস বারবার ব্রডকাস্টারটিকে পুনরায় চালু করার আবেদন প্রত্যাখ্যান করেন। নতুন ব্রডকাস্টার নেরিট ২০১৪ সালের আগে চালু হবেনা বলে মনে করা হচ্ছে। বাসস
(ঢাকাটাইমস/৭নভেম্বর/জেএস)