ঢাকা: খুলনার সাংবাদিক শেখ আবু হাসান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও প্রকাশিতব্য সাপ্তাহিক এই সময়ে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন। তিনি খুলনা অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ১ নভেম্বর থেকে তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। এর আগে দীর্ঘ ১৪ বছর প্রথম আলোতে কাজ করেছেন তিনি।
১৯৮৫ সাল থেকে খুলনার দৈনিক বঙ্গবাণী পত্রিকার সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন শেখ আবু হাসান। পরে দৈনিক পূর্বাঞ্চলের সহকারী সম্পাদক হিসেবেও কাজ করেন তিনি। এছাড়া দৈনিক ভোরের কাগজ ও আজকের কাগজের খুলনার নিজস্ব প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন আবু হাসান। পরবর্তীতে প্রথম আলোর শুরু থেকেই নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন তিনি।
বর্ণাঢ্য কর্মজীবনে সাংবাদিক পেশাজীবীদের সংগঠনের নেতা হিসেবেও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আবু হাসান। তিনি খুলনা প্রেসক্লাবের দুইবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নেরও (কেইউজে) দুই মেয়াদে সভাপতি ছিলেন তিনি।
(ঢাকাটাইমস/ ১ নভেম্বর/ এইচএফ/ ১৩.১৩ঘ.)