ঢাকা: বেক্সিমকো গ্রুপের ইংরেজি দৈনিক ‘দি ইনডিপেনডেন্ট’-এর সম্পাদক পদ থেকে অবসরে যাচ্ছেন মাহবুবুল আলম। আগামী ২০ অক্টোবর তিনি দীর্ঘ ৫৬ বছরের সাংবাদিকতা জীবনের ইতি টানবেন।
জানা গেছে, পত্রিকাটির সম্পাদক হতে যাচ্ছেন এম শামসুর রহমান। যিনি বর্তমানে বেক্সিমকো গ্রুপের ইনডিপেনডেন্ট টেলিভিশনের ম্যানেজিং এডিটর হিসেবে আছেন।
কদিন আগে নিউজপেপার ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম।
যোগাযোগ করা হলে সম্পাদক মাহবুবুল আলম তার অবসরে যাওয়ার বিষয়টি ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/ ১১অক্টোবর/ এইচএফ/ ১২.১৭ঘ.)