ঢাকা: দক্ষ সাংবাদিক গড়তে চীনের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় আড়াই লাখ সাংবাদিককে তিন মাসের প্রশিক্ষণ দেবে চীনা কর্তৃপক্ষ।
শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, সাংবাদিকদের ‘থিওরিস অন সোস্যালিজম উইথ চায়নিজ ক্যারেক্টারিস্টিক অ্যান্ড দ্য মাক্সজিস্ট ভিউ অন জার্নালিজম’ এর ওপর প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ শেষে সবাইকে সনদ দেয়া হবে। তবে সবাইকে পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়ে এ সনদ নিতে হবে। দক্ষ সাংবাদিক তৈরি ও তথ্য-প্রযুক্তির উন্নত ব্যবহার শেখাতে এ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১১ অক্টোবর/এসইউএল/এজে/ঘ)