ঢাকা: গণমাধ্যমের ওপর হামলার উস্কানি দাতা হিসেবে কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চ্যানেল ৭১’র পরিবারবর্গ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি টেলিভিশনে ফরহাদ মজহার সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার উস্কানি নিজে দিয়েছেন, এখন এই কথা তিনি এড়িয়ে যেতে পারেন না।
সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আজকের মধ্যই ফরহাদ মজহারকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
(ঢাকাটাইমস/২নভেম্বর/কেএস/এএসএ/১৩.৩৪ঘ.)