ঢাকা: ঈদের পর যে আন্দোলন শুরু হবে সেখানে সাংবাদিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বন্ধ হওয়া সকল গণমাধ্যমকে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজী।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশ।
রুহুল আমীন গাজী বলেন, গণমাধ্যমবিরোধী এমন সরকার আমরা আর দেখিনি। ইনু ইতিহাসের জঘন্যতম তথ্যমন্ত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন। সারাবিশ্বে আজ দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠেছে। কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তারের আইন করে সরকারের শেষ রক্ষা হবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বন্ধ করে দেয়া গণমাধ্যমগুলো ফিরে আনা হবে।
তিনি বলেন, ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক দরকার, না থাকলে দরকার নেই। কিন্তু এই দ্বিমুখী নীতি এবং কালোআইন ও পুলিশ দিয়ে পতন ঠেকানো যাবে না। ১৬ কোটি মানুষ জেগে ওঠেছে। তারা লড়াই করবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমরা কোনো হুমকি ধামকিতে তোয়াক্কা করি না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বাকের হুসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমার দেশ পত্রিকার ইউনিটি চিফ বাছের জামাল প্রমুখ।
(ঢাকাটাইমস/১২অক্টোবর/কেএস/এএসএ/১৪.৪২ঘ.)