logo ১৯ আগস্ট ২০২৫
কুচক্রী মহলের হাত থেকে চ্যানেল সিক্সটিন রক্ষার দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ অক্টোবর, ২০১৩ ১৫:৪০:৫৪
image


ঢাকা: অসাধু কুচক্রী মহলের হাত থেকে ইনসাইট টেলিকাষ্ট লিমিটেড পরিচালিত চ্যানেল সিক্সটিন রক্ষার দাবি জানিয়েছে চ্যানেল সিক্সটিনের ব্যবস্থাপনা পরিচালক কে জি মুহিতের পরিবার। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা।





সাংবাদিক সম্মেলনে খন্দকার গোলাম মুহিতের মা মোবারুকননেসা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষে ইনসাইট টেলিকাষ্ট লিমিটেড পরিচালনায় সম্পূর্ণ সম্প্রচার নীতিমালা ও ডাউনলিংক স্যাটেলাইট অনুমোদন গ্রহণ করে গত ১৬ ডিসেম্বর ২০১১ তারিখে ২৪ ঘন্টার বেসরকাররি স্যাটেলাইট মিউজিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে চ্যানেল সিক্সটিন। কিন্তু এক শ্রেণীর অসাধু কুচক্রী মহলের অপতৎপরতা ও ষড়যন্ত্রের কারণে আজ এই প্রতিষ্ঠানটি হুমকির মুখে।





তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমার সন্তান ইনসাইট টেলিকাস্ট লিমিটেডের স্বত্বাধীকারী চ্যানেল সিক্সটিনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার গোলাম মুহিতের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক সাজানো মিথ্যা বানোয়াট মামলা করে এই প্রতিষ্ঠানটি আত্মসাতের অপচেষ্টা করে যাচ্ছে।





তিনি জানান, স্বার্থান্বেষী এই প্রতারক কুচক্রী মহল আমার সন্তানের নাম ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জাল ও ভুয়া অংশীদারিত্ব দলিল চুক্তিনাামা তৈরী করে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হয়রানিমূলক মিথ্যা মামলা করে আসছে।





চ্যানেল সিক্সটিনের সকল দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের এই সব প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে মোবারুকননেসা বলেন, স্বার্থান্বেষী এই কুচক্রী মহলের অপতৎপরতা বন্ধে আমি, আমার সন্তান ও এই প্রতিষ্ঠানটি রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করছি।





সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- কে. জি. মুহিতের বড় ভাই গোলাম মোর্শেদ, ছোট ভাই মাসুদ রানা, নিকট আত্মীয় শাওন আশরাফ, শাহজাদ সাদ মান্না প্রমুখ।





(ঢাকাটাইমস/১২অক্টোবর/কেএস/এএসএ/১৫.২২ঘ.)