logo ১৬ মে ২০২৫
সংঘাত ছাড়া পট পরিবর্তন হয়নি: এবিএম মূসা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ অক্টোবর, ২০১৩ ২০:৩৯:৫৬
image


ঢাকা: প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেছেন- শুধু বাংলাদেশ নয়, ব্রিটিশ ভারতীয় রাজনীতিতে সংঘর্ষ-সংঘাত ছাড়া রাজনীতির পট পরিবর্তন হয়নি। এদেশেও সংঘাত ছাড়া রাজনৈতিক পট পরিবর্তন করা সম্ভব নয়। এরশাদ সরকারও এদেশে সংঘাত ও সংগ্রাম  ছাড়া নির্বাচন দেয়নি।





বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নাগরিক ঐক্যের আয়োজনে ‘সামনে মহা সংকট, নাগরিক উদ্যোগ জরুরি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।





তিনি বলেন, বিএনপি ভোটকেন্দ্র ঘেরাও করবে। কিন্তু ভোট হবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। বিএনপির  ভোটকেন্দ্র ঘেরাও করে লাভ হবে না। তারা ভোটকেন্দ্র ঘেরাও ভোটের বাক্স খালি পাবে।





তিনি বলেন, দুই নেত্রীর কাজ রাজনীতি নয় চুলাচুলি করা উল্লেখ করে মূসা বলেন, তারা জনগণকে নিয়ে দাবা খেলছেন। জনগণ হচ্ছে দাবার গুটি।





ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের প্রধান দ্ইু দল কখোনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। তারা গণতন্ত্র চায়না, তারা চায় পরিবারতন্ত্র। যদি তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতো তাহলে কিভাবে তারা পরিবারতন্ত্রে বিশ্বাস করে?





সভায় উপস্থিত ছিলেন, সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এমএম মান্নান। সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক  মাহমুদুর রহমান মান্না।





(ঢাকাটাইমস/১০অক্টোবর/এএসএ/১৪.৩৭ঘ.)