ঢাকা: গিয়াস কামাল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে একটি ইউনিয়ন গঠন করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে আয়োজিত এবং জাতীয় প্রেসক্লাব আয়োজিত বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ইন্তেকালে আমরা শোকাহত এক স্মরণ সভায় তারা এই আহ্বান জানান।
সাংবাদিক নেতারা বলেন, গিয়াস কামাল চৌধুরী সব সময় চাইতেন সাংবাদিকদের জন্য একটি প্লাটফর্ম। কিন্তু আমরা তার সেই চাওয়া পূরণ করতে পারিনি। আজ সাংবাদিকদের ঐক্যবদ্ধ একটি ইউনিয়ন গঠনের মধ্য দিয়ে গিয়াস কামাল চৌধুরীর প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই।
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, একমাত্র গিয়াস কামাল চৌধুরীকেই সাংবাদিক হিসেবে এদেশের মানুষ চিনতেন। কারণ তার সংবাদ লেখনের দক্ষতা ও কথা বলার ভঙ্গি মানুষের মাঝে পরিচিত করেছে।
তিনি বলেন, পৃথক নয়, একটি শক্তিশালী ইউনিয়ন গঠনের মধ্য দিয়েই গিয়াস কামালের প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে।
গিয়াস কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক ও মানুষ হিসেবে তিনি যেমন বড় ছিলেন মানবিক গুণাবলীর দিক থেকেও তেমনি বড় ছিলেন।
তিনি বলেন, গিয়াস কামালকে আমরা আর পাব না। কিন্তু সাংবাদিকদের ঐক্যবদ্ধ একটি ইউনিয়ন গঠনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জনাতে চাই।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অপর অংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, গিয়াস কামাল চৌধুরীর সঙ্গে আর কাউকে তুলনা করা যাবে না। তিনি সাংবাদিক জগতে এক ও অভিন্ন।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। তাহলেই গিয়াস কামাল চৌধুরীর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, সাংবাদিক জগতে তিনি সাড়া জীবন আমাদের জন্য কিংবদন্তি হয়ে থাকবেন। তার আদর্শ সাংবাদিকদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অপর অংশের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক মহাসচিব এম এ আজিজ, সিনিয়র সহ-সভাপতি নূরুল আমীন রোকন, সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
(ঢাকাটাইমস/ ১ নভেম্বর/ কেএস/ ইইউ/ ১৮.০৪.ঘ)