ঢাকা: এটিএন বাংলা’র অনুষ্ঠান বিভাগের ভাইস প্রেসিডেন্ট খন্দকার জাহাঙ্গীর কবীর আর নেই। আজ ৪ নভেম্বর রাত ১টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। বাদ জোহর রাজধানীর শাহজাহানপুরে তাঁর প্রথম নাজাযে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে এটিএন বাংলা কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে শাহজাগানপুর কবরস্থানে দাফন করা হয়।
(ঢাকাটাইমস/৪নভেম্বর/মিডিয়া/এসএ/ঘ)