ঢাকা: বোমা হামলাকারীদের গডফাদার ও জামায়াতপন্থী কলাম লেখক ফরহাদ মযহারকে গ্রেপ্তার না করায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।
বৃহস্পতিবার ডিইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেতৃবৃন্দ বলেন, এই সন্ত্রাসীকে (ফরহাদ মযহার) গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর অনীহার কারণে গণমাধ্যমের ওপর হামলা চালাতে উৎসাহিত হবে।
সভায় বক্তব্য রাখেন- ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, সহ-সভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জনকল্যাণ সম্পাদক মীর আফরোজ জামান, মফিজুল ইসলাম, কাঞ্চন কুমার দে ও জিল্লুর রহিম আজাদ।
পত্রিকায় প্রকাশিত ফরহাদ মযহারের বক্তব্য প্রত্যাখ্যান করে তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন দেশের বৃহত্তম একক সাংবাদিক ইউনিয়ন। যুদ্ধাপরাধী ও জামায়াত সমর্থক কিছু সাংবাদিক ছাড়া ঢাকায় কর্মরত সকল সাংবাদিক ওমর ফারুক ও শাবান মাহমুদের নেতৃত্বাধীন ইউনিয়নের সদস্য। সাংবাদিকদের রুটি-রুজি, মর্যাদা ও নিরাপত্তার জন্য এই ইউনিয়ন কাজ করে থাকে।
ফরহাদ মযহারকে অবিলম্বে গ্রেপ্তার না করলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি গণমাধ্যমকর্মীদের আস্থার সঙ্কট দেখা দেবে উল্লেখ করে তারা বলেন, ‘ফরহাদ মযহারের মতো গণধিকৃত গণমাধ্যম শক্রু ও বিকৃত মানসিকতর লোকের মিথ্যা তথ্য সম্বলিত বক্তব্য দু’একটি পত্রিকায় প্রচার করায় আমরা বিস্মিত হয়েছি।’
(ঢাকাটাইমস/ ০৭ নভেম্বর/এসকে)