ঢাকা: বেসরকারি পর্যায়ে লাইসেন্স পেতে যাচ্ছে আরও তিনটি টেলিভিশন চ্যানেল। নির্বাচনকালীন এ সরকারের আমলে লাইসেন্স পেতে চলছে দৌড়ঝাঁপ। অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন টিভির মধ্যে রয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের তিতাস টেলিভিশন। এছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আশির্বাদপুষ্ট চ্যানেল ফাইভ। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নিউজ টোয়েন্টিফোরও লাইসেন্স পেতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
সূত্র আরও জানায়, আসন্ন সাধারণ নির্বাচনের আগেই লাইসেন্স হাতে পেতে চাইছেন টিভি চ্যানেলের জন্য আগ্রহী মালিকরা। তারা এজন্য বিভিন্ন মহলে তদবিরও শুরু করেছেন। তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তারা লাইসেন্স হাতে পাবেন।
বিগত সময়গুলোতে দেখা গেছে, সরকার বদল হলেই বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা বেড়ে যায়। মহাজোট সরকারের সময়ে অনুমোদন পেয়েছে ১৬টি নতুন টিভি লাইসেন্স। এর আগে বিএনপি সরকারের সময়ও দেওয়া হয়েছিল ১০টি টিভি চ্যানেলের লাইসেন্স।
এ ব্যাপারে কথা বলার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মুঠোফোন নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া তাকে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এইচএফ)