logo ১৯ মে ২০২৫
ইসলামে বিজয়দিবস
অধ্যাপক মো. আলী এরশাদ হোসেন আজাদ
১৩ ডিসেম্বর, ২০১৩ ১৯:২৩:২৩
image

স্বদেশ ভাবনায় একজন বাংলাদেশি মুসলিম বাঙ্গালীর শ্রেষ্ট অনুভূতি স্বাধীনতা, প্রিয় সুর 'আমার সোনার বাংলা...' Best combination লাল-সবুজ। পদ্মা মেঘনা যমুনা বিধৌত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সোনা ছোঁয়া মেঠো প্রান্তর তার ভালবাসার ঠিকানা । কবির ভাষায়—"পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখী,/ গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে—/তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। /ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ /... এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি /সকল দেশের রাণী সে যে- আমার জন্মভূমি" (ডি, এল, রায়)। ঐতিহাসিক কাল পরিক্রমায় আঞ্চলিক নিরাপত্তা, শাসন কাজে জনগণের অংশ গ্রহণ তথা গণতান্ত্রিক সমাজ বির্নিমান ও জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল চেতনা। কেননা, মজলুম জনগণের হাহাকার আল-কুরআনের শ্বাশত আবেদন প্রকাশ করে—"আর তোমাদের কী হলো যে, দূর্বল পুরুষ, নারী ও শিশুদের পক্ষে—যারা বলে: হে আমাদের প্রতিপালক ! আমাদেরকে অত্যাচারীদের এই জনপদ থেকে উদ্ধার কর। তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিবাবক পাঠাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠও" (নিসা:৭৫)। অত্যাচারী শাসক গোষ্টীর বিরুদ্ধে আমাদের ২৬৩ দিনের সশস্ত্র মুক্তি সংগ্রামের চরম পর্যায় ১৯৭১ সালে আমরা অর্জন করি স্বাধীনতা। আরবি 'হুররিয়্যাতুন' অথবা 'হুরারুন' অর্থ স্বাধীনতা, মুক্ত, বীরত্ব, স্বাধীন ইত্যাদি। যার সমার্থক Freedom, Independence মহান আল্লাহ্ মানুষকে স্বাধীন সত্বা দিয়ে সৃষ্টি করেছেন এবং মানুষ ও ফেরেশতার মধ্যে পার্থক্য, মানুষের 'ইচ্ছার স্বাধীনতা' বা Freedom of will. এজন্যই আল্লাহ্ পৃথিবীর সব কিছু মানুষের অধীন করে দিয়েছেন । পবিত্র কুরআনের বাণী—"পৃথিবীতে যা কিছু রয়েছে, আল্লাহ্ তার সবই তোমাদের অধীন করে দিয়েছেন" (হজ্ব:৬৫)। নিপীড়নের শৃংখলে বন্দীত্ব মানব মর্যাদার পরিপন্থি। মহান আল্লাহ্ বলেন, —"আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এবং তাকে জলে-স্থলে বিচরণের সামর্থ্য দিয়েছি" (বাণী ইসরাঈল:৭০)। রক্ত সাগর পাড়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ এ মৃত্যুঞ্জয়ী ত্রিশ লাখ 'বণী আদমে'র হাসির ঝিলিক আমোদের প্রিয় স্বাধীনতা। ৫২, ৫৪, ৬২, ৬৬, ৬৯, ৭০, ৭১ এর কালপরিক্রমায় আসে আমাদের স্বাধীনতা এবং পূর্ব দিগন্ত উজ্জ্বল করে ওড়ে লাল-সবুজের বিজয় নিশান। ১১ সেক্টর কমান্ডার, ০৭ বীর শ্রেষ্ট, ৬৮ বীর উত্তম, ১৭৫ বীর বিক্রম, ৪২৫ বীর প্রতীক সবার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালবাসা।'রক্ত ঋণে কেনা' আমাদের স্বাধীনতা হলো মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। (Independence is a precious gift of Allah ) মহান মুক্তি যুদ্ধে যাঁরা প্রাণোত্সর্গ করেছেন তাঁরা 'মৃত্যুহীন প্রাণ' আল্লাহ্ বলেন—"যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে তোমরা তাদের মৃত বলো না বরং তারা হলো চিরঞ্জীব..." (বাকারা:১৫৪) । আমাদের স্বদেশপ্রেম ও স্বাধীনতার মূল চেতনা তাই চির উন্নত ও অনির্বাণ। মক্কা বিজয়ের প্রেক্ষিতে অবতীর্ণ সূরা নসর বা সূরা ফাতহ বা একটি বিশেষ প্রেক্ষিতে অবতীর্ণ সূরা ইউনুস-৫৮ নম্বর আয়াতসহ পবিত্র কুরআনের শিক্ষা আমাদের বিজয় উত্সবের প্রেরণা হতে পারে। পবিত্র কুরআনের একটি সুরার নাম 'ফাত্হ' অর্থাত্ বিজয়, এর শুরুতেই মহান আল্লাহর ঘোষণা:"দান করেছি তোমায় আমি নিশ্চয় নিশ্চিত পরিষ্কার একটি বিজয়"(ফাত্হ:০১)। স্বদেশপ্রেমের ঈমানি চেতনায় আমাদের কর্তব্য, দেশের স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করা। প্রিয়নবী (স.) বলেন-"সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীলতার জন্য জবাবদিহি করতে হবে" (বুখারি)। মহান আল্লাহর অনুগ্রহে ভরপুর সবুজে-শ্যামলে সমুজ্জ্বল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন মহান আল্লাহ্ যেন তাঁদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করেন। যারা স্বজন হারিয়ে, পঙ্গুত্ববরণ করে কষ্টে আছেন আল্লাহ্পাক যেন তাঁদেরকে স্বস্তি দান করেন এবং মহান আল্লাহ্ রাব্বুল আ'লামিনের দরবারে আলী শানে মুনাজাত, যে সব বীর সন্তানেরা জীবনবাজি রেখে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলেন প্রিয় স্বদেশ ও স্বাধীনতা তাঁরা যেন সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু হন, আমিন।