logo ২৫ আগস্ট ২০২৫
পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে
ঢাকাটাইমস ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০১৩ ১৮:১৪:২৪
image

ঢাকা: মঙ্গলবার সূচকের পতনে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। তবে লেনদেন শেষ হয়েছে সূচকের পতনে।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৭০ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টি, কমেছে ১১৮টি।অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭২ লাখ টাকার।


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৪০২ পয়েন্টে। সিএসইতে মোট ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১০৬টির। অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭৩ কোটি ৭২ লাখ টাকার।


গত রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ১৮ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪৯৭ কোটি ৬০ লাখ টাকার।


লেনদেনের ৯০ মিনিটে ডিএসইতে ব্রড ইনডেক্স ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৩০৫ পয়েন্টে। এ সময় মোট ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ১৯৪টি, কমে ৪৩টি আর অপরিবর্তিত থাকে ৩১টি কোম্পানির শেয়ার। মোট লেনদেন হয় ২২৮ কোটি ২৫ লাখ টাকার। সিএসইর সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৪২০ পয়েন্টে। এ সময় মোট ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ১১২টির, কমে ৫২টির আর অপরিবর্তিত থাকে ২০টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয় ২৯ কোটি ৬০ লাখ টাকার।


ডিএসইতে লেনদেনের ৬০ মিনিটে ব্রড ইনডেক্স ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৩০৪ পয়েন্টে। এ সময় মোট ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ১৮৪টি, কমে ৪০টি আর অপরিবর্তিত থাকে ২৩টি কোম্পানির শেয়ার। মোট লেনদেন হয় ১৬১ কোটি ৬০ লাখ টাকার। এ সময়ে সিএসইর সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৪৩৫ পয়েন্টে। এ সময় মোট ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ১১০টির, কমে ৩৩টির আর অপরিবর্তিত থাকে ১১টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয় ১৯ কোটি ২০ লাখ টাকার।


ডিএসইতে লেনদেনের ৩০ মিনিটে ব্রড ইনডেক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৩০৬ পয়েন্টে। এ সময় মোট ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ১৫৯টি, কমে ১৮টি আর অপরিবর্তিত থাকে ২০টি কোম্পানির শেয়ার। মোট লেনদেন হয় ৮১ কোটি ১০ লাখ টাকার। একই সময়ে সিএসইর সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৪৩৫ পয়েন্টে। এ সময় মোট ১১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ৮২টির, কমে ২৫টির আর অপরিবর্তিত থাকে ১১টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয় ১১ কোটি ১০ লাখ টাকার।


(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এসইউএল)