মরছে জিরাফ, ধুঁকছে হাতি!
ডেস্ক নিউজ, ঢাকাটাইমস
২৭ ডিসেম্বর, ২০১৩ ১৪:৫৮:৪৮

ঢাকা: শিকলবন্দী হাতি, অনাহারে-অর্ধাহারে উট, এক খাঁচায় কয়েকশ পাখি-কোনোটা মরেছে, আবার কোনোটা মরার দ্বারপ্রান্তে। বীভৎস, বেদনাবিদূর সে দৃশ্য! ইন্দোনেশিয়ার সুরাইয়াবা চিড়িয়াখানা। এখানে অবহেলায় আর অযত্নে পচে মরছে শত-শত প্রাণী।
এটিকে বিশ্বের ‘সবচেয়ে নিষ্ঠুর চিড়িয়াখানা’ আখ্যা দিয়ে সাবেক এক রক্ষী জানান, কর্তৃপক্ষের অবহেলায় গত তিন মাসে এখানে ৫০টির বেশি প্রাণী মারা গেছে।
এছাড়া গত বছর ২০ কেজি ওজনের একটি পলিথিন ব্যাগ খেয়ে মারা যায় একটি জিরাফ। পরিচ্ছন্নতাকর্মীদের অসাবধানতার কারণেই ওই ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
১৯১৬ সাল। ডাচ ঔপনিবেশিক শাসনামল। সেই সময়ে সুরাইয়াবা চিড়িয়াখানাটি নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছর পর থেকেই ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রাণী এখানে রাখা শুরু হয়। সেই সঙ্গে বাড়তে থাকে কর্তৃপক্ষের অবহেলা।
বিষয়টি ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয়ের নজরে আসলে চিড়িয়াখানাটি থেকে অতিরিক্ত প্রাণী অন্যত্র সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়। কিন্তু সেই আদেশকে এখনো কানে তোলার প্রয়োজন মনে করেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এদিকে দেশটির অন্যান্য চিড়িয়াখানার পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সুরাইয়াবা থেকে কোনো প্রাণী নিজেদের আশ্রয়ে রাখবে না। তাদের আশঙ্কা, ওই চিড়িয়াখানার প্রাণীগুলো রোগাক্রান্ত।
২০১২ সালে পলিথিন ব্যাগ খেয়ে জিরাফ মারা যাওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রাণী-সংরক্ষণ সংস্থা নড়েচড়ে বসে। চিড়িয়াখানাটির দেখভালের দিকে নজর বাড়ানোর জন্য তারা ইন্দোনেশিয়া সরকারের ওপর চাপও সৃষ্টি করে। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি দেশটির সরকার।
ইন্দোনেশিয়া সরকারের এমন নীরবতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সে দেশের প্রাণীবিদরা। তবু কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রাণ যাচ্ছে ‘অবলা’ প্রাণীদের।
(ঢাকাটাইমস/ ২৭ডিসেম্বর/এএম)