logo ২৫ আগস্ট ২০২৫
উভয় পুঁজিবাজারে উত্থান প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৩ ১২:১১:৫৭
image


ঢাকা: দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরুর এক ঘন্টা পার হলেও সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা শ্লথ গতিতে। সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৮২ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৬০ মিনিটে ব্রড ইনডেক্স ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৭৩ পয়েন্টে। এ সময় মোট ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৬টি, কমেছে ১৪টি আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৮২ কোটি ৫০ লাখ টাকার।

সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩৫৭ পয়েন্টে। এ সময় মোট ১২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১২টির আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৯ কোটি ৮০ লাখ টাকার।

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৮ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ২৬৪ কোটি ৩০ লাখ টাকার।

ডিএসইতে লেনদেনের ৩০ মিনিটে ব্রড ইনডেক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪২৪৮ পয়েন্টে। এ সময় মোট ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ১৩৯টি, কমে ১৬টি আর অপরিবর্তিত থাকে ১৩টি কোম্পানির শেয়ারের।

মোট লেনদেন হয় ৩৬ কোটি ৭০ লাখ টাকার। একই সময়ে সিএসইর সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮৩০৭ পয়েন্টে। এ সময় মোট ৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ৬৪টির, কমে ১০টির আর অপরিবর্তিত থাকে ৪টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয় ৪ কোটি ৪০ লাখ টাকার।

(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/এআর/ ঘ.)