পুরুষদের যে ১০টি কাজ নারীদের অপছন্দ
ঢাকাটাইমস ডেস্ক
১৪ জানুয়ারি, ২০১৪ ২২:২৯:৩৯

ঢাকা: নারী পুরুষের রুচি, অভ্যাস ও কাজকর্মের মধ্যে একটু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রকৃতিগতভাবে নারীরা একটু আবেগি হওয়ায় পুরুষের অনেক ভাল অভ্যাসও তারা মেনে নিতে পারেনা। অনেক নারী আছেন যারা কিছু কারণে তাদের স্বামীর প্রতি বিরক্তবোধ করে।
তবে সে সমস্যাগুলো কি। এ নিয়ে মঙ্গলবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত গণমাধ্যম ডেইলি মেইলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, একজন বিখ্যাত লেখক ক্রিশ্চিনা হফকিনসন তার লেখা বই “দ্য পাইল অব স্ট্যাফ এ্যাট দ্য বটোম দ্য স্টেয়ারস” বইতে বলেছেন পুরুষদের কিছু যৌক্তিক অভ্যাসের কারণেও নারীরা পুরুষদের অপছন্দ করে।
১.নারী পুরুষের টেলিভিশনের অনুষ্ঠান দেখার রুচি অনেক সময় এক হয়না। পুরুষরা এক ধরনের টিভি প্রোগ্রাম পছন্দ করে ও নারীরা আলাদা ধরনের প্রোগ্রাম পছন্দ করে।
২.ঘরের এখানে ওখানে মোবাইল বা অন্য কোনো কিছুর তার এখানে ওখানে ছড়িয়ে রাখা নারীরা একেবারে পছন্দ করেনা। তারা সবসময় রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়। বেশিরভাগ সময় পুরুষরা এটি মেনে চলেনা।
৩.মেয়েরা খুবই প্রকৃতি প্রেমি হয়। প্রকৃতিকে উপভোগ করতে তারা ভালবাসে। এক্ষেত্রে প্রায়ই ছেলেদের সাথে তাদের মতবিরোধ দেখা যায়।
৪. তাছাড়া খাদ্যাভ্যাসে নারীদের সাথে পুরুষদের অনেকটা পার্থক্য রয়েছে। এ নিয়ে অনেক সময় নারী পুরুষের মধ্যে বিরোধ বাধে।
৫.বাসায় ঘনঘন মেহমান আসা বা বেশি পরিমাণ মেহমান আসা মেয়েদের পছন্দ না। কিন্তু পুরুষরা বাসায় আত্মীয় আনতে পছন্দ করে।
৬.মেয়েরা চায় সবসময় তাদের নিজেদের কাছে প্রচুর পুরিমাণ টাকা থাকুক। একটি মুহূর্তের জন্যেও এটির যেন ব্যতিক্রম না হয়। কিন্তু বিভিন্ন কারণে পুরুষরা পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে সবসময় কাছে টাকা রাখতে পারেননা।
৭.নারীরা চায়না তার স্বামী সবসময় তার পেশাগত কাজে ব্যস্ত থাকুক। তারা চায় তার স্বামী তার সাথে অনেক বেশি সময় দিক। কিন্তু পুরুষরা নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে।
৮.সন্তানদের দেখাশোনা করার ক্ষেত্রে পুরুষরা বেশি সময় দিতে চায়না বা তাদের যন্ত্রণা ততটা সহ্য করতে পারেনা। মাঝে মাঝে পুরুষদের এই অভ্যাসের প্রতি নারীরা বিরক্ত হয়।
৯.নারীরা সবসময় ঘর গুছিয়ে রাখতে ভালবাসে। কিন্তু ছেলেরা বিভিন্ন সময় ঘর এলোমেলো করে ফেলে। এতে নারীরা পুরুষদের প্রতি বিরক্ত হন।
১০.এছাড়া আরও বিভিন্ন ছোটখাটো কারণে নারীরা পুরুষদের প্রতি বিরক্তবোধ করে যেটি যৌক্তিক দিক থেকে অগ্রহণযোগ্য।
পৃথিবীতে নারী পুরুষ একে অপরের পরিপূরক। সবাই সবার সাথে যে কোনো বিষয় খোলাখুলি আলোচনা করে নিলে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসইউএল/এএসএ)