logo ০২ জুলাই ২০২৫
পোশাক কিনতে বিনা পোশাকে ভিড়!
ঢাকাটাইমস ডেস্ক
০৮ জানুয়ারি, ২০১৪ ১৩:২৭:১৮
image


ঢাকা: স্পেনের বিখ্যাত ব্র্যান্ড ‘ডেসিগোল’ এর পোশাক কে না শরীরে জড়াতে চাইবে বলুন। আর সেই ব্র্যান্ডের কাপড় যদি সম্পূর্ন বিনামূল্যে অথবা ৫০ শতাংশেরও কম মূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। চলতি মৌসুমে ছাড়ে পণ্য কিনতে চাইলে আপনাকে অর্ধনগ্ন হয়ে চলে আসতে হবে ‘ডেসিগোল’ এর আউটলেটে। এমন নিয়ম স্বয়ং জারি করেছে ‘ডেসিগোল’ নিজেই।





ডেসিগোলের শোরুমে ৪ জানুয়ারি গ্রাহকদের জন্যে এই বিশেষ সুবিধা দেয়া হয়েছিলো। অর্ধনগ্ন অবস্থায় কয়েকশ গ্রাহক শোরুমের বাইরে ভিড় জমায়। তাদের একটি করে নম্বরকার্ড দেয়া হয়। সেই নম্বর অনুযায়ী শুধুমাত্র প্রথম একশ গ্রাহক সম্পূর্ণ বিনামূল্যে ডেসিগোলের পোশাক সংগ্রহ করেছেন।



 



ইতালির রোম এবং তুরিন শহরে ভিন্নধর্মী এই অর্ধনগ্ন পার্টির আয়োজন করে ‘ডেসিগোল’। নিয়মানুযায়ী অর্ধনগ্ন অবস্থায় প্রথম যে ১০০ গ্রাহক আউটলেটে যেতে পেরেছেন তারাই সম্পূর্ন বিনামূল্যে পোশাক সংগ্রহ করতে পেরেছেন। অন্য অর্ধনগ্ন গ্রাহকরা ৫০ শতাংশ ছাড়ে  পোশাক ক্রয় করতে পেরেছেন।



আর আউটলেটে আসা গ্রাহকের উন্মাদনা দেখে মনে হয়েছিলো, যেনো পোশাক না নিয়ে কেউ বাড়িতে যাবেন না। ২০০৫ সাল থেকে ভিন্নধর্মী এই প্রচারের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এর আগে মাদ্রিদ, বার্সেলোনা, প্যারিস লন্ডন এবং যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে এই আয়োজন করে ‘ডেসিগোল’।



 



(ঢাকাটাইমস/৮জানুয়ারি/জেএস)