logo ২৩ আগস্ট ২০২৫
সূচকে উত্থান প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৪ ১২:১৭:২৩
image

ঢাকা: শেয়ারবাজারে লেনদেনের এক ঘন্টায় সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। এ সময়ে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের।


তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা শ্লথ গতিতে। সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সূচক বেড়েছে ১ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৭৯ কোটি টাকার। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৬০ মিনিটে ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬৬ পয়েন্টে। এ সময় মোট ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।


এর মধ্যে দর বেড়েছে ১১২টি, কমেছে ৭৩টি আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭৯ কোটি ২০ লাখ টাকার।


সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৪৩ পয়েন্টে। এ সময় মোট ১০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।


এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকার।


সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ২১ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪০১ কোটি ৭৬ লাখ টাকার।


(ঢাকাটাইমস/১১মার্চ/এএসএ)