পুঁজিবাজারে তেজিভাব, দেড় ঘণ্টায় লেনদেন ১৭২ কোটি
নিজস্ব প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৪ ১৩:৩৫:৫৬
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের প্রথম দেড় ঘণ্টায় ১৭২ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছে। সোমবার আগের দিনের ন্যায় উভয় পুঁজিবাজার ইতিবাচক ধারায় রয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৭৪ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।
দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এ কোম্পানির ৯ লাখ ৯১ হাজার ৬০০টি শেয়ার ২৭ কোটি ৯১ লাখ টাকায় লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫২০ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ১৪ লাখ টাকা।
(ঢাকাটাইমস/ ০২ জুন/ এআর/ ঘ.)