৪০০ কোটি ছাড়ালো ডিএসইর লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৪ ১৫:৩৫:৫৮

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের পরিমাণ ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১০০৭ পয়েন্টে স্থির হয়।
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৪৩২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, লাফার্জ সুরমা, ওয়াটা কেমিক্যাল, ডেল্টা লাইফ, বিএসসিসিএল, ইউনিক হোটেল, অ্যাক্টিভ ফাইন, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ ও বিএসআরএম স্টিলস ।
অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য বেড়ে ৮ হাজার ৪৬৮ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। লেনদেন হয় মোট ১০৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২জুন/জেএস)