logo ১৮ মে ২০২৫
সৌদি আরবে কাল থেকে রোজা
ঢাকাটাইমস ডেস্ক
২৮ জুন, ২০১৪ ১৮:২০:২৩
image

ঢাকা: সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আগামীকাল রবিবার থেকে সৌদি আরবে রোজা শুরু হবে। কারণ শুক্রবার সৌদি আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি।


এর আগে ১৫ জুন সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে জানিয়েছিল, আগামী ২৯ জুন সৌদি আরবে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।


ওই বিবৃতিতে বলা হয়, আগামী ২৭ জুনের আগে চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে অনুযায়ী ২৮ জুন শেষ হবে শাবান মাস।


অন্তত ৩০ জন ইসলামিক জ্যোতির্বিদ এ বিবৃতিতে সই করেন বলেও জানানো হয়।


(ঢাকাটাইমস/২৮ জুন/এজে)