মসজিদে মসজিদে মুসল্লিদের প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৪ ০০:০৮:৩৬

ঢাকা: আজ পবিত্র শবে বরাতের রাত। বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত পাওয়ার আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্যদিয়ে সারারাত অতিবাহিত করবেন।
শুক্রবার বিকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকারমসহ রাজধানীর সব মসজিদে ইবাদত করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হয়েছেন।
মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমান সম্প্রদায় বিশেষ মোনাজাত ও দোয়া করবেন।
এ দিন ধর্মপ্রাণ নারী-পুরুষ নফল রোজা পালন করেন। বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে রাতভর চলবে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল ও অন্যান্য এবাদত-বন্দেগী।
মুসলমানরা এবাদত, বন্দেগী, জিকির ছাড়াও এ পবিত্র রাতে বাব-মা, আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করে থাকেন।
মহিমান্বিত এ রজনী ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে পালনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ, নাত, নফল ও তাহাজ্জুদের নামাজ এবং আখেরি মোনাজাত।
পবিত্র এ রাতে বায়তুল মোকাররকসহ দেশের সব মসজিদ রাতভর খোলা থাকবে।
এ রাতের বিশেষ অনুষঙ্গ কবর জিয়ারতের পাশাপাশি মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মসজিদে মসজিদে এশার নামাজের পর থেকেই দফায় দফায় ওয়াজ মাহফিল, মিলাদের পর সবশেষে বাদ ফজর আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র লাইলাতুল বরাতের সমাপ্তি হবে।
(ঢাকাটাইমস/১৪ জুন/এজে)