logo ১৯ মে ২০২৫
আজ দুপুরে দেখা যাবে ছায়াহীন “কাবা”
ঢাকাটাইমস ডেস্ক
২৮ মে, ২০১৪ ১০:১৯:৫৫
image

ঢাকা: আজ বুধবার মক্কায় অবস্থিত কাবা শরিফের সঙ্গে সরাসরি একই লাইনে অবস্থান করবে সূর্য। এজন্য সূর্যের কেন্দ্রবিন্দুটি এই কাবার ঠিক ওপরে উঠে আসবে। একারণে কিছুক্ষণের জন্য হলেও পবিত্র কাবার কোনো ছায়া থাকবে না। জেদ্দা অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞানীরা বলছেন, মক্কানগরীতে বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে সূর্যোদয় হবে। উত্তরপূর্ব দিকটি থেকে সূর্য ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবে এবং দূপুর ১২টা ১৫ মিনিটে তা ঠিক কাবা শরীফের মাথার ওপর উঠে আসবে। আর সে কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও পবিত্র এই মসজিদ ঘরের কোনো দিকে কোনো ছায়া থাকবে না।


 সূর্যের এই অবস্থানকে ‘ছায়াশূন্য (জিরো শ্যাডো)’ অবস্থা বলেই চিহ্নিত করেন মহাকাশ বিজ্ঞানীরা। আর বছরে অন্তত দুইবার পবিত্র মক্কা নগরীর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে।


 গবেষকরা জানান, পবিত্র কাবা ঘরটি বিষুব রেখা ও কর্কটক্রান্তির মাঝখানে অবস্থিত হওয়ার কারণেই এমনটা ঘটে। ২৮ মে ছাড়াও প্রতিবছর ১৬ জুলাই তারিখেও একই ঘটনা ঘটে বলে জানান তারা।


পৃথিবীর অক্ষরেখায় সূর্য ২৩.৫ ডিগ্রি কৌণিক অবস্থান নিয়ে বিষুব রেখার উত্তর ও দক্ষিণ দিকে ঘুরতে থাকে। এভাবে একবার উত্তর গোলার্ধে একবার দক্ষিণ গোলার্ধে যায়। আর এই আসা যাওয়ার পথে বছরে দুইবার সরাসরি উপরে অবস্থান নিয়ে পবিত্র কাবা শরীফকে ছায়াশূন্য করে দেয়।


তবে জ্যোতির্বিদরা সতর্ক করে দিয়ে বলছেন, ওইদিন ঠিক মধ্যআকাশে থাকা অবস্থায় সূর্যের দিকে খালি চোখে তাকানো ঠিক হবে না।


(ঢাকাটাইমস/২৮মে/এএসএ)