শান্তি কামনায় শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জানুয়ারি, ২০১৪ ১০:২৮:২৫

ঢাকা: বিশ্ব মানবতার শান্তি কামনার মাধ্যমে শেষে হলো টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার দুপুরে আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে কহর দরিয়ার তীর। মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর থেকেই ইজতেমা মাঠ অভিমুখে নামে মানুষের ঢল।
বেলা একটা থেকে আখেরি মোনাজাত শুরু হয়। জোহরের নামাজের আগে ভারতের মাওলানা মো. জোবায়রুল হাসান আখেরি মোনাজাত শুরু করেন। মোনাজাত চলবে টানা চল্লিশ মিনিট। মোনাজাত শেষ হওয়ার মাধ্যমেই শেষ হল এই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এর আগে, প্রতিবারের মতো এবারো টঙ্গীর পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয় শনিবার মধ্যরাত থেকেই। ফলে মুসল্লিদের পায়ে হেঁটে ইজতেমায় আসতে হয়।
সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু মানুষ মাঠের আশেপাশের রাস্তা ও অলি-গলিতে অবস্থান নেন।
কামারপাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন অনেকে। সড়কের পাশের বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদ এবং রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা যানবাহন ও তুরাগ নদীতে নৌকার ওপরও অবস্থান নেন মুসল্লিরা।
আখেরি মোনাজাতের জন্য রবিবার ইজতেমা মাঠের আশে-পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ অফিস-আদালতেও ছুটি ঘোষণা করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা ছিল না।
ফজরের পর বাংলাদেশের মাওলানা জামির উদ্দিন মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে আখেরী মোনাজাতের আগ পর্যন্ত ভারতের মাওলানা সা’দ হেদায়তি বয়ান করবেন।
ইজতেমায় ৮ মুসুল্লির মৃত্যু: ইজতেমায় অংশ নিতে আসা আরও তিন মুসল্লি ইজতেমায় মারা গেছেন। তারা হলেন, ঢাকার বংশালের ছিদ্দিক বাজার এলাকার তারা মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০), সিলেটের গোলাপগঞ্জ থানার লাঙ্গলবন্ধ এলাকার সামির উদ্দিন (৭৫) ও ঢাকার দোহার এলাকার জাহা বক্স বেপারীর ছেলে কাসেম আলী (৫৭)হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে মৃত্যু হলে মোট আটজনের।
ইজতেমায় খালেদা জিয়া: আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলীয় সূত্র জানিয়েছে, রবিবার দুপুর সাড়ে ১২টায় শুরু হতে যাওয়া প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে খালেদা জিয়া ইতোমধ্যে ইজতেমা ময়দানের পাশে এটলাস কোম্পানির ছাদে বিশেষ মঞ্চে অবস্থান নিয়েছেন।
সূত্র জানায়, প্রতিবারের মতো এবারও এখানেই বসে নিয়ে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেবেন খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন ১৯ দলীয় জোটের নেতারা।
ইজতেমায় ৮ মুসুল্লির মৃত্যু: ইজতেমায় অংশ নিতে আসা আরও তিন মুসল্লি ইজতেমায় মারা গেছেন। তারা হলেন, ঢাকার বংশালের ছিদ্দিক বাজার এলাকার তারা মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০), সিলেটের গোলাপগঞ্জ থানার লাঙ্গলবন্ধ এলাকার সামির উদ্দিন (৭৫) ও ঢাকার দোহার এলাকার জাহা বক্স বেপারীর ছেলে কাসেম আলী (৫৭)হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে মৃত্যু হলে মোট আটজনের।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এএসএ)