logo ১৯ মে ২০২৫
সন্তান দত্তক নিতে পারবেন ভারতীয় মুসলিমরা
ঢাকাটাইমস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০১৪ ১৩:৫৭:৪৩
image


ঢাকা: ভারতের সুপ্রিম কোর্ট বুধবার এক ঐতিহাসিক রায় দিয়েছেন। এখন থেকে ভারতীয় মুসলিম দম্পত্তিরা চাইলে সন্তান দত্তক নিতে পারবেন বলে টাইমস অব ইন্ডিয়া-র প্রতিবেদনে জানানো হয়। যদিও ইসলামি শরীয়াহ আইনে সন্তান দত্তকের কোনো বিধান নেই।

বুধবারে ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, ভারতীয় সকল নাগরিকের জন্যে সমান সুযোগ থাকবে। যদিও ইসলামী জীবন ব্যবস্থায় সন্তান দত্তকের অনুমতি নেই। তবুও ভারতীয় মুসলিম দম্পত্তিরা চাইলে সন্তান দত্তক নিতে পারবেন।

আট বছর আগে শাবনাম হাসমী নামে এক ব্যক্তি সন্তান দত্তক নিতে চাইলে তাকে অনুমতি দেয়া হয়নি। পরবর্তীতে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। শাবনাম হাসমীর করা অভিযোগে এ রায় দিলো দেশটির আদালত।

সুপ্রিম কোর্ট জানায়, সন্তান দত্তক নেয়ার অধিকার দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে। এজন্যে অনুমতি দেয়ার সময় এখন আর নেই।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/জেএস)