logo ১৯ আগস্ট ২০২৫
১৩ জুন পবিত্র শবে বরাত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মে, ২০১৪ ২০:৫৮:০২
image


ঢাকা: বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ৩০ মে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ মে থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। ১৩ জুন শুক্রবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি চৌধুরী মোঃ বাবুল হাসান।

১৪৩৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সভায় সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক গোলাম শফিউদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, বিটিভির পরিচালক গোলাম শফিউদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের উপ-পারচালক সামসুদ্দিন আহমেদ, স্পারসোর পিএসও মো: শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল¬াহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/ ২৯ মে / বাসস/ এআর/ ঘ.)