কাল থেকে রোজা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৪ ১৮:৩৭:০৫
ঢাকা: শনিবার রমজানের চাঁদ দেখা যায়নি।ফলে আগামীকাল সোমবার পয়লা রমজান। আজ রবিবার রাতে সেহরি খেতে হবে।গতকাল সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ থকে শুরু হয়েছে রমজান।
শনিবার সারাদেশ থেকে পাঠানো তথ্য অনুযায়ী চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেয় যে, রমজানের চাঁদ দেখা যায়নি।
শনিবারের সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
এরআগে, গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁদ দেখা কমিটির বৈঠকে হবে বলে জানানো হয়।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
(ঢাকাটাইমস/২৮জুন/এএসএ)