logo ১৮ মে ২০২৫
রোজার নিয়ত মুখে বলা কি জরুরি?
ইসলাম ডেস্ক, ঢাকাটাইমস
১৮ জুলাই, ২০১৪ ০০:০৫:০১
image

ঢাকা: রোজার নিয়াত মুখে উচ্চারণ করা জরুরি, না মনে মনে বললেই হবে। এ নিয়ে অনেকের মধ্যেই একটা ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, রোজার নিয়ত মুখে উচ্চারণ করতে হয়। সমাজে যে আরবি নিয়ত প্রচলিত আছে তা বলতেই হয়,তা না হলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে,আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। অন্যথায় নাকি রোজা বিশুদ্ধ হবে না।


যারা এ ধারণা পোষণ করেন তাদের ধারণা সম্পূর্ণ ভুল। রোজার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়; বরং অন্তরে রোজার সংকল্প করাই যথেষ্ট। এমনকি রোজার উদ্দেশে সেহরি খেলেই রোজার নিয়ত হয়ে যায়। সুতরাং একথা ভাবার কোন সুযোগ নেই যে, মুখে রোজার নিয়ত না করলে রোজা হবে না।


(ঢাকাটাইমস/১৮জুলাই/এমআর/ঘ.)