logo ১৯ মে ২০২৫
উর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ডিসেম্বর, ২০১৪ ১১:৫৯:২০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৩ ডিসেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- কেয়া কসমেটিকস, ফার্মা এইডস, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, গ্রামীণফোন, এবি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, মেঘনা পেট্রোলিয়াম ও লাফার্জ সুরমা।


লেনদেন হয়েছে মোট ৮২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৬৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।


লেনদেন হয় মোট ৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/জেএস)