logo ১৯ মে ২০২৫
কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৪ ১৬:০২:০৯
image

ঢাকা: একদিন পরই নিম্নমুখী প্রবণতা ফিরে এসেছে দেশের উভয় পুঁজিবাজারে। রবিবার দিনের তিন ঘণ্টা লেনদেন হয়েছে নিম্নমুখী সূচকে। সূচক নিম্নমুখী থাকলেও টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কম লক্ষ্য করা গেছে। দিনের তিন ঘণ্টার মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৪৩ কোটি টাকা।


দুপুর দেড়টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৬২ পয়েন্টে।


এ সময়ে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২০৮ কোটি ৪৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


দুপুর দেড়টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের। এ সময়ে এ কোম্পানির ২২ লাখ ৮৮ হাজার শেয়ার ৬ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার ৮০০ টাকায় লেনদেন হয়েছে।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯২৭ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১০২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির। লেনদেন হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩০নভেম্বর/জেএস)