logo ১৯ মে ২০২৫
৫০ কোটি টাকার শেয়ার জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৪ ১২:৫৫:৪৩
image

চট্টগ্রাম: চট্টগ্রামের খ্যাতনামা দুটি শিল্প প্রতিষ্ঠানের চার অংশীদার মিলে অপর এক অংশীদারের ৫০ কোটি টাকার শেয়ার জালিয়াতি করেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে জালিয়াতির প্রমাণ মেলেছে বলে জানায় দুর্নীতি দমন কমিশন।


কমিশন গত ৩০ জুন এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। যার গ্রহণযোগ্যতার উপর সম্প্রতি চট্টগ্রাম মহানগরের একটি জজ আদালতে শুনানিও হয়েছে। তবে আদালত এ বিষয়ে কোনো নির্দেশনা দেননি।


শিল্প প্রতিষ্ঠান দুটি হচ্ছে- চিটাগং সোপ লিমিটেড এবং নূর আলী এন্ড সন্স। অভিযুক্ত চারজন হলেন, প্রতিষ্ঠান দু‘টির অংশীদার নাজির আহমদ, রফিক আহমদ, মোহাম্মদ উল্লাহ এবং আমানউল্লাহ।


চট্টগ্রাম আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, তদন্ত প্রতিবেদনে চার আসামির অভিযোগ প্রমাণিত হওয়ায় আমি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। আদালত এ বিষয়ে এখনও কোনো আদেশ দেননি।


আদালত সূত্র জানায়, শিল্প প্রতিষ্ঠান দু’টির মালিক চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী প্রয়াত নূর আলী সওদাগর। অভিযুক্ত চারজন তার ভাই আব্দুল জব্বারের ছেলে।


সূত্র আরো জানায়, ২০০৯ সালের ২৪ নভেম্বর নূর আলী সওদাগরের মেয়ের ঘরের নাতি মো. ইলিয়াছ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা করেন। মামলায় তিনি মোট ১২ জনকে অভিযুক্ত করেন।


মামলার আরজিতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ২০০৬ থেকে ২০০৯ অর্থবছরে দুটি শিল্প প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার তার মায়ের স্বাক্ষর জাল করে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের শেয়ার নিজেদের নামে স্থানান্তর করেন। ২০০৯ সালে অনুষ্ঠিত সাধারণ সভায় বাদী ও তার মায়ের অনুপস্থিতিতে তা অনুমোদনও করিয়ে নেয়া হয়।


আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের একজন উপ-পরিচালককে দায়িত্ব দেন। তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে ১২ অভিযুক্তের মধ্যে চারজনের বিষয়ে অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোরশেদ আলম।


তবে অভিযুক্ত চারজন এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।


(ঢাকাটাইমস/৩০নভেম্বর/আইকে/এলএ)