শুরুতেই বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ নভেম্বর, ২০১৪ ১১:৪২:১৫

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৬ নভেম্বর লেনদেনের শুরুতে মন্থর গতিতে মূল্যসূচক বাড়তে দেখা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, জিএসপি ফিন্যান্স, ওয়েস্টার্ন মেরিন, মেঘনা সিমেন্ট, কেপিপিএল, খান ব্রাদার্স ও বেক্সিমকো।
লেনদেন হয়েছে মোট ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ০৯টির দাম।
লেনদেন হয় মোট ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেএস)