logo ১৯ মে ২০২৫
কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ নভেম্বর, ২০১৪ ১৬:০৫:২৬
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২৪ নভেম্বর মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে এক হাজার ৭৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- খান ব্রাদার্স, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, বিইডিএল, ওয়েস্টার্ন মেরিন, ন্যাশনাল পলিমার, বেক্সিমকো, জেএমআই সিরিঞ্জ ও গ্রামীণোন।


লেনদেন হয়েছে মোট ২৮৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ০৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮৬ পয়েন্ট কমে ১২ হাজার ১০০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭০৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।


লেনদেন হয় মোট ২১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেএস)