উর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ নভেম্বর, ২০১৪ ১১:৩৪:৩৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২০ নভেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- যমুনা অয়েল, খান ব্রাদার্স, বিইডিএল, জিএসপি ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, পিএলএফএসএল, বেক্সিমকো ফার্মা, ফার্মা এইডস, কেয়া কসমেটিকস ও সিভিও পেট্রোকেমিক্যাল।
লেনদেন হয়েছে মোট ৮৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১২ হাজার ৪৪০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।
লেনদেন হয় মোট ৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেএস)