logo ১৯ মে ২০২৫
কমেছে সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ নভেম্বর, ২০১৪ ১৫:৪৮:৩২
image

ঢাকা: সপ্তাহের প্রথম দিনে উভয় পুঁজিবাজারে কমেছে মূল্য সূচক আর বেড়েছে লেনদেনের পরিমান।


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৬৩ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭৫৩ কোটি ২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


এ দিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ডেসকোর।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩৫২ পয়েন্টে। লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৩২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ৫১ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ৮৫৮ টাকার।


(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেএস)