ঢাকা: পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করতে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এটি অনুমোদন দেয়া হয়।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করতে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট তৈরির করা হয়েছে। আইনটির সমস্যা, সুবিধা-অসুবিধা সমাধান করে চলতি সংসদে উত্থাপিত হবে। বাজার উন্নয়নের স্বার্থে এটি করা হয়।
এদিকে মন্ত্রিসভায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন ২০১৪ এর খসড়া উপস্থাপন করা হলেও তা পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে আবার উপস্থাপন করতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/এইচআর/এআর/ ঘ.)