logo ২০ মে ২০২৫
সূচক উর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ নভেম্বর, ২০১৪ ১১:৩৯:১০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ০৬ নভেম্বর লেনদেনের শুরুতে মন্থর গতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।এ সময়ে লেনদেন হয়েছে মোট ১২৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন শিপইয়ার্ড, ডেসকো, বিবিএস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, শাহজিবাজার পাওয়ার, বিএসসিসিএল, কেপিসিএল ও কেপিপিএল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭১৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৩৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।লেনদেন হয় মোট ৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৬নভেম্বর/জেএস)