logo ২০ মে ২০২৫
সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ নভেম্বর, ২০১৪ ১৩:১৫:০৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ০২ নভেম্বর মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৯৪২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ২১৮ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।লেনদেন হয়েছে মোট ২৪১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, সামিট অ্যালিয়েন্স পোর্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিইডিএল, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, কেপিসিএল ও এসপিপিসিএল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৬ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩২ পয়েন্ট কমে ৯ হাজার ৬৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৯০১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। লেনদেন হয় মোট ২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২নভেম্বর/জেএস)