কমেছে সূচক এবং লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ অক্টোবর, ২০১৪ ১৬:১০:৫৫

ঢাকা: আগের দিনের ধারাবাহিকতায় বুধবার দ্বিতীয় দিনের মতো দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচক কমেছে। তবে টাকার অংকে লেনদেন কমেছে। দিনের শুরুতে মূল্য সূচক ঊর্ধ্বমুখী থাকলেও কিছুক্ষণ পর তা নিম্নমুখী হয়। তবে অল্প সময়ের ব্যবধানে সূচক পুনরুদ্ধার হলেও সকাল সাড়ে ১১টার পর থেকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫৪৫ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ২৬৩ কোটি ৮০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৮.৩৪ শতাংশ।
এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সামিট পূর্বাঞ্চল পাওয়ারের। দিনভর এ কোম্পানির ৪৬ লাখ ৯০ হাজার ৮০০ শেয়ার ২৭ কোটি ৭১ লাখ ৭ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া গ্রামীণফোনের ২৩ কোটি ৬১ লাখ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ১৯ কোটি ৪ লাখ, এমজেএল বিডির ১৮ কোটি ৩৮ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৮ কোটি ৮ লাখ, সামিট পাওয়ারের ১৬ কোটি ৪৩ লাখ, এসিআই লিমিটেডের ১৪ কোটি ৭ লাখ, স্কয়ার ফার্মার ১৩ কোটি ৩৪ লাখ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ১৩ কোটি ৩০ লাখ ও তিতাস গ্যাসের ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দিনশেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/জেএস)