ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগকারীদের জন্য ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টায়, এএমএম কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এছাড়া শেয়ারহোল্ডার বাছাইয়ের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৭ নভেম্বর ।
কোম্পানিটি শেষ হওয়া অর্থবছরে বিডিকমের কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ১৫ দশমিক ৯১ টাকা।
(ঢাকা টাইমস/ ২৮ অক্টোবর/আরএম/এমএম)