logo ২০ মে ২০২৫
আজও সূচকে ওঠানামা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ অক্টোবর, ২০১৪ ১১:৫৮:০৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২৭ অক্টোবর লেনদেনের শুরুতে সূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৯২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ২০৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশন্স, এসপিপিএল, লাফার্জ সুরমা, কাশেম ড্রাইসেল, সামিট পাওয়ার, বেক্সিমকো ও সাইফপাওয়ারটেক।

লেনদেন হয়েছে মোট ১৩০ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট কমে ৯ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৩ পয়েন্ট কমে ১৩ হাজার ০৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৪৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

লেনদেন হয় মোট ৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৭অক্টোবর/জেএস)