সূচকে ওঠানামা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ অক্টোবর, ২০১৪ ১২:২৫:০৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ২৬ অক্টোবর মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনেও মন্থর গতি দেখা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৯৩৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ২১১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম। লেনদেন হয়েছে মোট ৬৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- তিতাস গ্যাস, এপেক্স ফুটওয়্যার, মবিল যমুনা, এসিআই ফর্মুলেশন, সাইফ পাওয়ারটেক, খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, এসিআই লিমিটেড, লাফার্জ সুরমা ও সামিট পাওয়ার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৯ হাজার ৬৫৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে ১৩ হাজার ১৪৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম। লেনদেন হয় মোট ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৬অক্টোবর/জেএস)