logo ২০ আগস্ট ২০২৫
মূল্য সংবেদনশীল তথ্য নেই খুলনা পাওয়ারের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
২২ অক্টোবর, ২০১৪ ১৮:৫২:৫৯
image


ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার দর বাড়ার মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়- কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৩ কার্যদিবস ধরে শেয়ারটির দর বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৫৮ টাকা থেকে ৬৪ টাকা পর্যন্ত। অর্থ্যাৎ এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা বা  ১০ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পিই রেশিও ১০ দশমিক ০৩ রয়েছে।

(ঢাকা টাইমস/২২ অক্টোবর/আরএম/এমএম)