logo ২১ মে ২০২৫
আল আরাফা ইসলামী ব্যাংক
তৃতীয় প্রান্তিকে লোকসান ২২ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ অক্টোবর, ২০১৪ ১৯:৩৯:৪৪
image


ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল আরাফা ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর-২০১৪) সময়ে ব্যাংকটির লোকসান হয়েছে ২২ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদন থেকে জানা গেছে,  চলতি অর্থবছরের গত ৩০ সেপ্টেম্বর -২০১৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির মোট লোকসান হয়েছে ২২ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা। এবং শেয়ার প্রতি  লোকসান (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৬২ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৬৬ টাকা।

তবে ডিএসই’র তথ্যানুযায়ী গত নয় মাসে কোম্পানি মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৯৫ কোটি ২৫ লাখ টাকা। গত অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানির মুনাফা হয়েছিল ১৩১ কোটি ৩৯ টাকা।

(ঢাকা টাইমস/২১ অক্টোবর/আরএম/এমএম)