logo ২১ মে ২০২৫
আলহাজ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
১৬ অক্টোবর, ২০১৪ ১৯:১৮:৩৯
image


ঢাকা: শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্রখাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। এ দিন সকাল সাড়ে ১১টায় পাবনার ঈশ্বরদীতে কোম্পানি ফ্যাক্টরি প্রাঙ্গনে এজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত  রেকর্ড  ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ নভেম্বর।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৬৮ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ দশমিক ৮৮ টাকা।

(ঢাকা টাইমস/ ১৬ অক্টোবর/আরএম/এমএম)